বিয়ানীবাজার প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২০
১২:০৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২০
১২:০৪ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের পন্ডিতপাড়া এলাকায় গাছ থেকে পড়ে মাহতাব আহমদ (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।
মাহতাব আহমদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার পৌরশহরের একটি কলোনিতে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, পৌরশহরের পন্ডিতপাড়া এলাকার মিম্বর আলীর বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন মাহতাব। হঠাৎ গাছের ডাল থেকে পা ফসকে নিচে পড়ে যান তিনি। দ্রুত উদ্ধার করে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, 'গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।'
এসএ/আরআর-০৪