সততার দৃষ্টান্ত রাখলেন ওসমানীনগরের স্বেচ্ছাসেবক লীগ নেতা

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ২৬, ২০২০
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২০
০৭:১৬ অপরাহ্ন



সততার দৃষ্টান্ত রাখলেন ওসমানীনগরের স্বেচ্ছাসেবক লীগ নেতা

সিলেটের ওসমানীনগরে মারা যাওয়া এক চেয়ারম্যানের ১৩ লক্ষাধিক টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জনপ্রতিনিধিদের উপস্থিতিতে টাকাগুলো প্রয়াত চেয়ারম্যানের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি। 

জানা যায়, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পালের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে নিজ ইউনিয়নের হযরত শাহ্ তাজ উদ্দিন (র.) মাজার সড়কে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণের কাজ করেন। নির্মাণকাজের টাকা সরকারের কাছে পাওনা থাকাবস্থায় চলতি বছরের ১৩ জুলাই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা চেয়ারম্যান আবদুর রব।

বৃহস্পতিবার প্রয়াত চেয়ারম্যানের বাড়িতে টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, আতাউর রহমান মানিক, প্রবাসী গোলাম কিবরিয়া প্রমুখ। এ সময় প্রয়াত চেয়ারম্যানের মা, ভাই, ছেলে এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

প্রয়াত চেয়ারম্যান আবদুর রবের ছেলে দ্বীন ইয়ামিন বলেন, 'চঞ্চল পাল একজন সৎ মানুষ। আমার বাবা তার লাইসেন্স দিয়ে কাজ করেছেন আর বিল পাওনা আছে এ বিষয়টি আমাদের জানা ছিল না। তিনি বিল উত্তোলন করে টাকাগুলো আমাদের হাতে তুলে দিয়েছেন। তার সততা আমরা কোনোদিন ভুলব না।'

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল বলেন, 'চেয়ারম্যান আবদুর রব আমার লাইসেন্স ব্যবহার করে একটি প্রকল্পের কাজ করলেও বিল উত্তোলনের আগেই তিনি মারা যান। উত্তোলিত বিলের টাকাগুলো তাদের হাতে তুলে দিয়েছি।'

সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, 'চেয়ারম্যান আবদুর রব অনেকের সঙ্গে ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুর পর চঞ্চল পাল বড় অঙ্কের টাকা ফেরত দিয়ে সততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।'

 

ইউডি/আরআর-০৫