জকিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। নিহত যুবকের নাম রায়হান আহমদ (২১)। তিনি বারহাল ইউনিয়নের নিজগ্রামের ফজই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারহাল ইউনিয়নের পরচক-বটরতলের কাছে সিলেটগামী একটি ট্রাক রায়হান আহমদকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ওএফ/আরআর-১৫