সিসিকের অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৭, ২০২০
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২০
০১:২৮ পূর্বাহ্ন



সিসিকের অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা

বেআইনিভাবে জনচলাচলে বাঁধা সৃষ্টি করে রাস্তা ও ফুটপাতে ব্যবসা পরিচালনার অপরাধে ১১ ব্যবসা প্রতিষ্ঠানের রিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, জেল রোড, মহাজনপট্টি ও লালদিঘিরপাড় এলাকায় সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ  ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা ও ফুটপাত বেআইনিভাবে দখলের অভিযোগ প্রমাণিত হয়। 

সিলেট মহানগর পুলিশ, বাজার শাখা, লাইসেন্স শাখা ও রাজস্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।

বিএ-০২