বিয়ানীবাজারে প্রশাসনের তৎপরতায় বেড়েছে মাস্কের ব্যবহার

বিয়ানীবাজার প্রতিনিধি


নভেম্বর ২৮, ২০২০
০৩:২২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২০
০৬:০২ অপরাহ্ন



বিয়ানীবাজারে প্রশাসনের তৎপরতায় বেড়েছে মাস্কের ব্যবহার

সিলেটের বিয়ানীবাজারে মাস্ক ব্যবহার নিশ্চিতে গত কয়েকদিন ধরে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। এর ফলে উপজেলায় বেড়েছে মাস্কের ব্যবহার। ইতোমধ্যে কয়েক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এতে করেই মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা।

প্রতিদিন বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাইকযোগে প্রচার চালানো হয়েছে। পৌরসভার পক্ষ থেকেও ব্যাপক প্রচার চলছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা কর্তৃপক্ষসহ সর্বত্র মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো জায়গায় সার্ভিস পেতে হলে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জানা গেছে, মাস্ক চেকপোস্টগুলোতে যাদের মাস্ক থাকবে না তাদের জরিমানা করে মাস্ক বিতরণ করা হবে। ঘরের বাইরে মাস্ক ছাড়া প্রবেশে নিরুৎসাহী করা হবে। প্রাথমিক পর্যায়ের কাজ শেষে সচেতনতার জন্য প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। 

বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, ‘মাস্ক ব্যবহারের উপর প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার তাগিদ রয়েছে। আমরাও সে লক্ষ্যে কাজ করছি।’

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। এরপর থেকেই স্থানীয় প্রশাসনের মাঝে তৎপরতা দেখা যায়। এই তৎপরতার কারণে মানুষের মধ্যে মাস্কের ব্যবহার পূর্বের তুলনায় বেড়েছে।

সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কিছুদিন আগেও মানুষের মধ্যে মাস্ক ব্যবহারে অনিহা ছিল। কিন্তু হঠাৎ করে মানুষের মাঝে মাস্কের ব্যবহার বেড়েছে।

বিয়ানীবাজার পৌরশহরের ওষুধ ব্যবসায়ী আবুল হাসান বলেন, 'এবার প্রথম ধাপে করোনার পর মানুষের মাঝে মাস্কের ব্যবহার কমে গিয়েছিল। প্রশাসনের তৎপরতায় এখন মাস্কের ব্যবহার বেড়েছে। এতে করে মাস্কের ব্যবহার যেমন বেড়েছে তেমনি মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে।' 

পৌরশহরের কাপড় ব্যবসায়ী আবুল লেইস বলেন, 'আমাদের দোকানে আগে অনেকেই মাস্ক পরে আসতেন না। কিন্তু দুইদিন ধরে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে মাস্কের ব্যবহার বেড়েছে।'

বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর বলেন, 'করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের কাজ পরিচালিত হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে। একযোগে মাঠে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ প্রশাসন। তাছাড়া মাস্ক পরিধান নিশ্চিতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।’

 

এসএ/বিএন-০৩/আরআর-০২