নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২০
০৮:৪৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৮, ২০২০
০৮:৪৯ অপরাহ্ন
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নয়াসড়ক জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মালিক রাজা আর নেই৷ আজ শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪ টা ৪৫ মিনিটে মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর পরিবারসূত্রে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা জটিলতা নিয়ে ২১ নভেম্বর তিনি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে আজ শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন৷
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর নগরের মানিকপীর কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেট সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন।
এনএইচ-০১/এএফ-০১