জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২০
০১:৪৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৮, ২০২০
০১:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিফতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন তিন যুক্তরাজ্য প্রবাসী। তারা যুক্তরাজ্য থেকে দেশে এসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বর্ণিল আয়োজনে টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ রুহেলের সভাপতিত্বে ও শিক্ষক সালেহ পারভীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সমাজকর্মী বজলুর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট জিয়াউর রহিম, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মিফতা আহমেদ, শিমন চৌধুরী, মুসতাক মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবল দে। অন্যানের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আকমল হোসেন, আবুল কালাম আকন প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ রুহেল ও সাধারণ সম্পাদক সুবল দে জানান, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার নিশ্চিত করে টুর্নামেন্টে চলবে।
এএ/আরআর-১৬