সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৯, ২০২০
০৪:৫৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২০
০৪:৫৪ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার তাদের একদলীয় শাসনকে চিরস্থায়ী রূপ দিতে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ক্রমাগত মিথ্যা, উদ্ভট এবং বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও জুলুম নির্যাতন করছে। বিএনপি নেতা উজ্জলকে গ্রেপ্তার এই সরকারের হিংসাশ্রয়ী রাজনীতিরই বহিঃপ্রকাশ।
তিনি অবিলম্বে উজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।
আরসি-০৪