বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২০
১০:১১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২০
১২:২৩ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অসুস্থ আসাদুজ্জামানের পাশে দাঁড়িয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ৫ লাখ ৩০ হাজার ৬শ ৩০ টাকা অসুস্থ শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে অসুস্থ শিক্ষক আসাদুজ্জামানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুর রহমান খালেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুমিন।
প্রধান বক্তার বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশি পাল, সৎপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, শিক্ষক আব্দুল লতিফ, মখবুল হোসেন, আছকির আলী, কামরুজ্জামান, মিজানুর রহমান ও আতিকুর রহমান।
এছাড়া বক্তব্য দেন, খাইরুল ইসলাম, মজিদ, সত্য, মিজান, রাখু ও অরুপ। শুভেচ্ছা বক্তব্য দেন ফজল খান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নুরুল ইসলাম। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা ওবায়দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সুমন বৈদ্য, অশোক বৈদ্য, ফরিদ আহমদ, তাজুল ইসলাম, মারুফ আহমদ, শহিদুজ্জামান, কাশেম, শিপন মিয়া, দিপন দাস, সুবল, আফিজ উদ্দিন ও ফখরুল ইসলাম মুহিন।
এমএ/বিএন-০৭/আরআর-০৫