গোলাপগঞ্জে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি অব্যাহত

গোলাপগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ৩০, ২০২০
০১:৩৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২০
০১:৩৪ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি অব্যাহত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে আজ রবিবার (২৯ নভেম্বর) সারাদেশের ন্যায় ১১তম দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

কর্মবিরতিতে উপস্থিত ইউএনও অফিসের অফিস সহকারী মো. রুহুল আমিন জাকারিয়া বলেন, সচিবালয়ের ন্যায় আমাদের পদ-পদবী পরিবর্তন, বেতন গ্রেড উন্নীতকরণ এবং নিয়োগবিধি প্রণয়ন আমাদের মূল দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক কর্মবিরতি পালন করে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পুনরায় কাজে যোগ দেব না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির অসিত পাল, ইউএনও অফিসের অফিস সহকারী মুহাম্মাদ আব্দুন নূর, শিপন আলী, সার্টিফিকেট সহকারী গোলাম মোস্তফা এবং উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী আব্দুল ওয়াহিদ, হাসনাত জামান, ময়মুল হক প্রমুখ।

 

এফএম/আরআর-১৪