নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২০
০৬:০০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট থেকে ২৩০ বোতল মদসহ ১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার ভোররাত ৩টায় গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় থেকে থেকে তাকে আটক করা হয়। জেলা পুলিশের মাদক বিরোধী সেলের অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোহাম্মদ আলী (৩০)। তিনি উপজেলার ভিতরগোল গ্রামের বাসিন্দা। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় মাদক বিরোধী সেল সিলেটের উপ পরিদর্শক মো. কামরুল আলম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আবেদন প্রক্রিয়াধীন।
বিএ-০১