গোয়াইনঘাট প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২০
১১:০১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
১২:১৮ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মাহফুজুর রহমান।
গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে ও সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু।
কর্মশালায় বক্তারা বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমাদৃত হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নে বদ্ধপরিকর। এ উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (ডিআইইউ) বিভিন্ন কর্যক্রম গ্রহণ করছে। যার ধারাবাহিকতায় ডিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ‘আমার গ্রাম আমার শহর’ অদর্শকে ধারণ করে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালার অয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজিত কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, ইউপি সচিব, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের সবাইকে ৫ জন করে মোট ১০টি দলে ভাগ করে দেওয়া হয়। প্রতিনিধিদলের সদস্যরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা, সমস্যার কারণ, বাধা ও সমাধানে করণীয় বিষয়ে সরকারকে জানানোর জন্য সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত আকারে জমা দেন।
কর্মশালায় ফেসিলিটেটরের দায়িত্বপালন করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট উপজেলার কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী এবং গোয়াইনঘাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেহান উদ্দিন।
এমএম/বিএন-০৮/আরআর-০৪