চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০১, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
০৪:৩১ পূর্বাহ্ন



চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ১০ জনের করোনা শনাক্ত

এক চিকিৎসকসহ সিলেট বিভাগের তিন জেলায় ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার (৩০ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, আজ ওসমানীর ল্যাবে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

তিনি জানান, শনাক্তদের মধ্যে ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলর ১ জন রয়েছেন। 

শনাক্তদের মধ্যে ১ জন চিকিৎসক রয়েছেন বলেও জানান এ কর্মকর্তা।

বিএ-১৪