পুলিশ সুপার ফরিদ উদ্দিনকে সম্মাননা প্রদান

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ০১, ২০২০
০৩:১৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
০৬:০০ অপরাহ্ন



পুলিশ সুপার ফরিদ উদ্দিনকে সম্মাননা প্রদান

চাঞ্চল্যকর রায়হান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবরসহ আসামিদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমকে অভিনন্দন ও সম্মাননা প্রদান করেছে গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান আজমের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের নেতৃবৃন্দ গতকাল সোমবার (৩০ নভেম্বর)  দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম'র হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা সুয়েব আহমদ তালুকদার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার উপজেলা শাখার সহ-সভাপতি রাহাদ আহমদ, সহ-সভাপতি বাবুল আহমদ, সহ-সভাপতি বুরহান উদ্দিন, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আবুল হুসেন দিপু, সহ-সাধারণ সম্পাদক, আজিজুর রহমান, শেখ ফয়ছল জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাকিব, প্রচার সম্পাদক মিলাদ আহমদ, অর্থ সম্পাদক ছাদিকুর রহমান, ধর্ম সম্পাদক সুমন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাইম আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার আমুড়া ইউনিয়ন শাখার সভাপতি দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি ছাদি আহমদ প্রমুখ।

এ সময় পুলিশ সুপার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

এফএম/বিএন-০২/আরআর-০২