বিশ্বনাথ প্রতিনিধি
ডিসেম্বর ০২, ২০২০
০১:৪৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০২, ২০২০
০১:৪৩ অপরাহ্ন
তৈয়বুর রহমান
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় তৈয়বুর রহমান (৪৪) নামে সিলেটের বিশ্বনাথের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা আড়াইটায় লন্ডনের অদূরে কেন্ট শহরের টুনব্রিজ ওয়েলস-ক্রোবরো সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত তৈয়বুর বিশ্বনাথ পৌরশহরের পশ্চিম মন্ডলকাপন গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।
লন্ডনে থাকা তৈয়বুরের প্রতিবেশী দিলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে তৈয়বুর রহমান নিজের কার চালিয়ে টুনব্রিজ ওয়েলসে ফিরছিলেন। এ সময় টুনব্রিজ ওয়েলস ও ক্রোবরো সড়কের মধ্যখানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তৈয়বুর রহমানের ছোটভাই মুজিবুর রহমান বলেন, 'মঙ্গলবার রাতে আমরা খবর পেয়েছি ভাই (তৈয়বুর রহমান) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খবর পাওয়ার পর থেকেই আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।'
নিহতের চাচাতো ভাই ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান বলেন, 'তৈয়বুর রহমানের মরদেহ দেশে না আসার সম্ভাবনাই বেশি। তাকে লন্ডনেই সমাহিত করা হতে পারে।'
এমএ/আরআর-১৩