নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৩, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন
সিলেটে পরিবেশ আইন অমান্য করায় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিফাত অ্যান্ড কোম্পানিসহ তিন প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ যৌথভাবে সিলেট নগর ও দক্ষিণ সুরমা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, র্যাব-৯ সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন।
মোহাম্মদ এমরান হোসেন জানান, অভিযানে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিফাত অ্যান্ড কোম্পানিকে ফ্যাক্টরি স্থানান্তরের নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্সের শর্তভঙ্গের অপরাধে খান পিভিসি পাইপকে এক লাখ এবং দুইবছর ধরে লাইসেন্স নবায়ন না করার অপরাধে মেসার্স চৌধুরী প্রিন্টিং এন্ড প্যাকেজিংকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের দুই সহকারী পরিচালক, একজন জুনিয়র ক্যামিস্টসহ অন্যান্য কর্মকর্তা ও র্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএ-০৮