জকিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৪, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে পৌর আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পৌর আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেলের পরিচালনায় এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নাসির উদ্দিন বলেন, যারাই দলীয় মনোনয়নপ্রত্যাশী তাদের সকলের নাম কেন্দ্রের কাছে পাঠানো হবে। কেন্দ্র থেকে যাকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ সবসময় ত্যাগীদের মূল্যায়ন করে। এবারের নির্বাচনেও ত্যাগীদের মূল্যায়ন করবে দল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। তিনি বলেন, কেন্দ্র থেকে যাকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে তার বিজয় নিশ্চিতে আমরা কাজ করে যাব। গত নির্বাচনেও আমরা নৌকা মার্কাকে বিজয়ী করতে পেরেছি। এবারও ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করব।
কর্মিসভার একপর্যায়ে দলীয় প্রার্থীদের নাম প্রস্তাব করেন তাদের সমর্থকরা। এবার জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের নবীন-প্রবীণ মিলিয়ে মোট ৬ জন নৌকার টিকিট চান। নৌকাপ্রত্যাশীরা হলেন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল হোসাইন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ ও উপজেলা আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সকলের প্রস্তাবকারী ও সমর্থনকারীর নাম লিপিবদ্ধ করে নিয়েছেন।
ওএফ/আরআর-০৯