ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ০৪, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে আবদুল মোমিন ও ইয়াফর আলীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তিনজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং দুইজন প্রতিবন্ধীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
গোয়ালাবাজারের গ্রামতলা রোডস্থ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যালয়ে বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগে নেতা মিয়াফর আলী। ওসমানীনগর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আউছুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রামিছা আনজুম বন্যার পরিচালনায় বিতরণ সভায় বিশেষ অতিথি ছিলেন গিয়াস উদ্দিন। সভায় বক্তব্য দেন ওসমানীনগর মানবাধিকার সংস্থার রুমেল আহমদ, দোয়েল মিয়া প্রমুখ।
বক্তারা প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য সহযোগিতার হাত প্রসারিত করায় প্রবাসী দাতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইউডি/আরআর-১২