বইপড়া উৎসবের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৪, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন



বইপড়া উৎসবের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ

সিলেটে ইনোভেটরের উদ্যোগে ‘জেলা পরিষদ সিলেট বইপড়া উৎসব’র পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে গত আসরের (২০১৯-২০) বিজয়ী ১১ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এছাড়াও এবার বিশেষ পুরস্কার পাচ্ছেন ১ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে অনুষ্ঠানে।

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছর স্বাধীনতার মাস মার্চে বইপড়া উৎসবের পুরস্কার বিতরণ করা হলেও এ বছর করোনার কারণে তা সম্ভব হয়নি।

গত বছরের ২১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া বইপড়া উৎসবের এই আসরে ১ হাজার ৬ জন শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠে অংশ নিয়েছিলেন। গত ২৮ ফেব্রæয়ারি এ বই থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইনোভেটর’র নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব অনুষ্ঠানে আমন্ত্রিত  শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ইনোভেটর ২০০৬ সাল থেকে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে বইপড়া উৎসবের আয়োজন করে আসছে।

বিএ-০৬