নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৪, ২০২০
০৮:১৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
০৮:১৫ পূর্বাহ্ন
শীত আসার সঙ্গে সঙ্গে সিলেট নগরে মশার উপদ্রব বেড়েছে। এ অবস্থায় নগরবাসীকে মশার উপদ্রব থেকে বাঁচাতে মশক নিধন অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। এক সপ্তাহ ধরে এই অভিযান চলছে। মশক নিধনের পাশাপাশি গত দুই সপ্তাহ ধরে চলছে পরিচ্ছন্নতা অভিযান।
মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার নগরের ২, ৩, ১৫, ১৬, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি মশক নিধনের জন্য ওষুধও ছিটানো হয়। ওয়ার্ডে ওয়ার্ডে ফগার মেশিন ও স্প্রে মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে নগরের কাজলশাহ এলাকায় চলমান এই অভিযান পরির্দশন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
পরিদর্শনকালে তিনি বলেন, ‘শুধু ওষুধ দিলেই মশার উপদ্রব কমানো যাবে না। বাসা-বাড়ি, মার্কেট কিংবা স্থাপনার আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ড্রেন ও ছড়ায় ময়লা আবর্জনা ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে। ড্রেন ও ছড়া আবর্জনামুক্ত এবং বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখতে পারলে মশক নিধন অভিযানের সফলতা পাওয়া যাবে বলে আমি মনে করি। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
অভিযানকালে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, নগরের প্রতিটি ওয়ার্ডে মশক নিধন অভিযান চলছে। ফগার মেশিন দিয়ে অ্যাডালটিসাইড এবং লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। মশক নিধন অভিযানের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে চলছে পরিচ্ছন্নতা অভিযানও। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান তিনি।
আরসি-০১