সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৪, ২০২০
০৮:২১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
০৮:২১ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই ও পোশাক বিতরণ করা হয়েছে। ৫২ জন শিক্ষার্থীকে বই ও পোশাক দেওয়া হয়েছে।
এ সময় কলেজ গভর্নিং বডির সদস্য ডা. শামীমুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ১০ জন দরিদ্র শিক্ষার্থীকে নগদ অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার কলেজ মিলানায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি, প্রাক্তন সাংসদ শফি আহমদ চৌধুরী।
লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কলেজ গভর্নিং বডির সদস্য ডা. শামীমুর রহমান, অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম এরশাদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক।
উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, তাপতি রায়, আবু হানিফ, রুম্মান উদ্দিন, বিপিএড মাহবুবা খানম চৌধুরী, প্রদর্শক সাদেকুল ইসলাম প্রমুখ।
আরসি-০৩