সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৪, ২০২০
০৮:২৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
০৮:২৫ পূর্বাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ২ হাজার ১০০ কৃষককে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ১০ ইউনিয়ের কৃষকদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বোরো প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা অডিটোরিয়ামে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজা বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, ইউপি সদস্য সাহেল আহমদ চৌধুরী কামাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে মিন্টু চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। করোনা মহামারীর সময়ও কৃষি কাজে কৃষকদের উৎসাহ প্রদানে বিনামূল্যে সার, বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও প্রণোদনা ও কৃষি ঋণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদেরকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
আরসি-০৪