তিন ইট ভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৫, ২০২০
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২০
০১:০৭ পূর্বাহ্ন



তিন ইট ভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা
নবীগঞ্জ ও জগন্নাথপুরে অভিযান

হবিগঞ্জের নবীগঞ্জ ও সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবেশ আইন অমান্য করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় তিন প্রতিষ্ঠানের মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর সিলেট ও র‌্যাব-৯ এর সমন্বিত দল। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন ও র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল কোম্পানির কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি।

শুক্রবার র‌্যাবের এএসপি ও গণমাধ্যম কর্মকর্তা ওবাইন জানান, বৃহস্পতিবার দুপুরে অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫(৩) ধারা অমান্য করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের কারণে নবীগঞ্জের কসবা’র নিউ হিরো ব্রিকস এর মালিক ফারুক আহমেদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে নবীগঞ্জের চরগাঁও এলাকার হাফিজ ব্রিকস ফিল্ড এর মালিক হেলাল আহমেদকে এক লাখ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জালালাপুরে ইট ব্যবসায়ী ফারুক আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিএ-০২