সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৫, ২০২০
০৭:২৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২০
০৭:২৪ অপরাহ্ন
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সস্টিটিউট (আইআরআই) এর পৃষ্ঠপোষকতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক এসোসিয়েশনের (সুপা) আয়োজনে পৃথক দুটি বিষয়ের উপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় নগরের সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব চত্বরে ‘ফটোগ্রাফি ফর সোশ্যাল চেঞ্জ ও এ¤পাওয়ারিং ইয়ং গার্লস ইন আর্ট সেক্টর’ শিরোনামের এ প্রদর্শনী উদ্বোধন করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুর রশিদ মো. রেনু।
এ সময় উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সস্টিটিউট (আইআরআই) লেট দ্যা লাইট কাম প্রজেক্টের ডিরেক্টর, মৃত্তিকায় মহাকালের মুখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান, সুপা এর সদস্য গৌরব সাহা, ফারজানা রিয়া, মাশফিক উপল অমি, সোহানুর রহমান, জাহিন আজমাইন, রিদম সিংহ, সৌরভ চৌধুরী, তন্ময় কর অমি প্রমুখ।
প্রদর্শনীতে ১৬জন চিত্র গ্রাহকের ৯৯টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আজ শনিবার বিকেল ৪টায় দুই দিনব্যাপী এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হবে বিকেল ৪টায়। এতে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের কান্ট্রি হেড জেফরি ম্যাকডোনাল্ড, প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ স¤পাদক আব্দুর রশিদ মো. রেনু।
আরসি-০৮