বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা দেশের চেতনার মর্মমূলে আঘাত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২০
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা দেশের চেতনার মর্মমূলে আঘাত
যুবলীগের সমাবেশে বক্তারা

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে সিলেট জেলা ও মহানগর যুব লীগ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এদেশ ও জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের অবমাননা দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা।

রবিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।

বক্তারা বলেন, জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শণ ও সংরক্ষণ সাংবিধানিক ভাবেই বিধিবদ্ধ বিষয়, তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা সংবিধানের অবমাননা। বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে দেশ এবং সংবিধান, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা। মুসলিম, হিন্দু, খৃস্টান সকলের মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এ স্বাধীনতা কোন নির্দিষ্ট সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হতে দিবে না। 

মিছিল পরবর্তী সভায় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ। এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিএ-০৬