বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ

বিশ্বনাথ প্রতিনিধি


ডিসেম্বর ০৭, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ

কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৬ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে বাসিয়া সেতুর উপর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

ছাত্রলীগের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান। প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল জালাল, এ আর চেরাগ আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আশিক আলী ও আলতাব হোসেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান আহমদ রাব্বানী, মাহবুব হোসেন মাছুম, সুনীল বৈদ্য, লামাকাজী ছাত্রলীগের সভাপতি তাজগির আহমদ ইমন, সহ-সভাপতি বকুল আহমদ, সাধারণ সম্পাদক আবু বক্কর হোসেন আকবর, খাজাঞ্চী ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সমীর দে ঝুলন, অলংকারী ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, দৌলতপুর ছাত্রলীগের আহ্বায়ক আক্তার হোসেন শেখ, যুগ্ম-আহ্বায়ক তানভির আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা যুবলীগের উদ্যোগেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে বাসিয়া সেতুর উপর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

যুবলীগের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, জহুর আলী, আব্দুল হক, শাহ আলম খোকন, ফজলুর রহমান, আমির আলী, জয়নাল আবেদীন, রুহেল খান, জাবেদ মিয়া, দুলাল মিয়া, নুরশেদ মিয়া, সুহেল তালুকদার, জিয়াউর রহমান, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, এনায়েত হোসেন বদরুল, ফয়জুল ইসলাম জয়, আব্দুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট, সায়েদ মিয়া, আবুল কাশেম, জাহেদ তালুকদার, ফারুক আহমেদ, আমির আলী, এমদাদ হোসেন নাঈম, বকুল মিয়া, হুমায়ুন রশিদ, সিতার মিয়া, সাইফুল ইসলাম, আবসান খান, এখলাছ মিয়া, শফিকুল ইসলাম শরিফ, রাজু আহমদ খান, মাহবুবুর রহমান, শাহান শাহ, আরকুম আলী, মাজহারুল ইসলাম, রাজন আহমদ অপু, নাসির উদ্দিন, রাসেল আহমদ, দিলশাদ মিয়া, জাকির হোসেন, শংকর দেব, সায়েদ মিয়া, ফুলকাছ আলী, ডালিম খান, সামছুল ইসলাম, জামাল মিয়া, জুবেল মিয়া, নিজাম উদ্দিন, মিজানুর রহমান, ফুল মিয়া, দুলাল মিয়া, শানুর মিয়া প্রমুখ।

 

এমএ/আরআর-১৬