সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৭, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাসদ নেতৃবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এই দাবি জানান।
রবিবার (৬ ডিসেম্বর) বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর জাসদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী রাজনৈতিক নেতারা আলেম-ওলামা বা ধর্মীয় নেতা নন, ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও নন। তারা একাত্তরের পরাজিত শক্তির পক্ষে কাজ করছেন। দেশকে অস্থিশীল করতে তারা মনগড়া অপব্যাখ্যা দিয়ে যাচ্ছেন।’
বক্তারা ভাস্কর্যবিরোধীদের শাস্তির দাবি জানান এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মহানগর জাসদ সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, সহ সভাপতি সৈয়দ আনসার আলী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, মহানগর জাসদ নেতা মো. সাইফুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী, মহানগর জাসদের সংখ্যালঘু সম্পাদক নীল মনি চন্দ, জাফর ইকবাল, মকবুল হোসেন, নেপাল দাস প্রমুখ।
বিএ-০২