সিলেটে ৪৭টি যানবাহন আটক, ৫৪ মামলা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৭, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন



সিলেটে ৪৭টি যানবাহন আটক, ৫৪ মামলা

ট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ১০টি সিএনজিচালিত অটোরিকশাসহ ৪৭টি যানবাহন আটক করা হয়েছে। এ সময় ৫৪টি মামলাও দায়ের করা হয়েছে। 

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, এসএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে রবিবার (৬ ডিসেম্বর) নগরের চৌহাট্টা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ডিউটির পাশাপাশি ৬টি চেকপোস্টের মাধ্যমে ৪৭টি যানবাহন আটক করা হয়। যার মধ্যে ১০টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। এ সময় ৫৪টি মামলা দাখিল করা হয়। এছাড়াও নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলতে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

বিএ-০৩