চৌহাট্টায় চরমোনাই পীরের ওয়াজের ব্যানারে আগুন

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৭, ২০২০
০৭:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০৭:৪৬ পূর্বাহ্ন



চৌহাট্টায় চরমোনাই পীরের ওয়াজের ব্যানারে আগুন

সিলেটে একটি বিক্ষোভ মিছিল থেকে মুফতি সৈয়দ মো. রেজাউল করীম চরমোনাই পীরের মাহফিলের একটি ব্যানারে আগুন দেওয়া হয়েছে।

সরকারদলীয় একটি মিছিল থেকে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।’

সিলেট নগরের চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করেছে ‘বাংলাদেশ মুজাহিদিন কমিটি, সিলেট বিভাগ’।

এ কমিটি মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট। ওই মাহফিলের প্রধান অতিথি চরমোনাই পীর। মাহফিলকে স্বাগত জানিয়ে আয়োজকরা বিভিন্ন স্থানে তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন। নগরের চৌহাট্টা এলাকায়ও ব্যানারসহ একাধিক তোরণ বসানো হয়েছে। 

রবিবার নগরের চৌহাট্টা এলাকায় একটি মিছিল থেকে চরমোনাই পীরের মাহফিলের ওই তোরণের একটি ব্যানার টেনে নামিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গতকাল সিলেট নগরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। এ ধরনের কোনো মিছিল থেকে আগুন দেওয়া হয়েছে কি না জানতে চাইলে, সিলেট মহানগর ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি আব্দুল বাছিত রুম্মান সিলেট মিররকে বলেন, ‘মিছিলে অনেক মানুষের উপস্থিতি ছিল। আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন ছাড়াও আরও অনেক সাধারণ মানুষেরও উপস্থিতি ছিল। হতে পারে বিশাল মানুষের জটলা থেকে কেউ এই ঘটনা ঘটিয়েছে।’

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের রবিবার রাতে সিলেট মিররকে বলেন, ‘এ ঘটনায় আমরা এখনও কোনো অভিযোগ পাইনি।’

আরসি-০৪