নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৮, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাবুল-জামিল পরিষদের প্রার্থীরা। ৭ ডিসেম্বর সোমবার সকালে ৪৮তম বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-পরিচালক মো. আব্দুস সালাম।
নির্বাচনী প্রক্রিয়ায় ৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন আর কোন প্রার্থী মনোনয়ন দাখিল না করায় প্রধান নির্বাচন কমিশনার রফিকুর রহমান লজু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নতুন কমিটির নাম ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও অ্যাডভোকেট দিলীপ কুমার কর উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ২০২১-২০২৩ সালের জন্য নবনির্বাচিত কমিটির সদস্যরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান মনসুরুজ্জামান চৌধুরী বাবুল, সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্য্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মজির উদ্দিন ও মোস্তাক আহমদ পলাশ।
এএন/০৬