জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের মতবিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৮, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের মতবিনিময়

সিলেটের জৈন্তাপুরে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে তরুণ-যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠানটি পরিদর্শন এবং এসএসসি ব্যাচ ১৯৯৬ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন সরেজমিনে স্কুলটি পরির্দশন করেন। পরিদর্শন শেষে স্কুল মিলনায়তনে সেন্ট্রাল জৈন্তা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হুসাইন আহমদের (বিএসসি) সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে বিদ্যালয়ের পরিচালনার ডকুমেন্টারি উপস্থাপন করেন ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক সুরঞ্জিত দেব চৌধুরী।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মতো সরকারি নীতিমালা অনুযায়ী আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিদ্যালয় উপজেলা পর্যায়ে স্থাপিত হচ্ছে। সঠিকভাবে তা যদি পরিচালিত হয় তাহলে অত্র উপজেলায় আধুনিক শিক্ষার হার বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, শহরের সুযোগ-সুবিধা নিয়ে উপজেলা পর্যায়ে বিদ্যালয়টি স্থাপিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। জৈন্তাপুর উপজেলা সেন্ট্রাল জৈন্তা উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৬ সালের একঝাঁক তরুণ উদ্যোক্তা নিরলস পরিশ্রমে এবং এলাকায় শিক্ষার বিপ্লব সৃষ্টির লক্ষ্যে সরাসরি নিজস্ব ভবনে আধুনিক সকল সুযোগ-সুবিধা নিয়ে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেছেন, যা উপজেলা পর্যায়ে বিরল হয়ে থাকবে।

এ সময় তিনি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, আপনারা অন্য সকল চিন্তা বাদ দিয়ে অল্পদিনের মধ্যে বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন। আমি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সুযোগ-সুবিধা রয়েছে তা দেওয়ার চেষ্টা করব।

শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু বিদ্যালয়টি যাত্রা শুরু করছে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে, তাই কোমলমতি শিশুদের মা-বাবার আদর দিয়ে যোগ্য শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে আপনাদের নিরলস পরিশ্রম করতে হবে। আপনাদের পরিশ্রমেই বিদ্যালয়টি সিলেট জেলার অনন্য একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দেব ও জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, এসএসসি ব্যাচ ১৯৯৬ ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মো. মহিবুল হক, সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. বিলাল আহমদ, দপ্তর সম্পাদক মো. ফয়জুল হাসান, প্রচার সম্পাদক রিংকু লাল দেব, সদস্য কবির আহমদ, শামসউদ্দিন পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকাসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

আরকে/আরআর