নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৮, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরের ময়লা-আবর্জনাবাহী ছড়াগুলো সংরক্ষণের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এসব ওয়াকওয়েতে বসার স্থানসহ সিলেট ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। ছড়া উদ্ধার, সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনের চলমান এসব প্রকল্পের কাজ শেষ হলে নগর আবারও প্রকৃতির কাছে ফিরে যাবে।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে নগরের উপশহরের হলদি ছড়া সংরক্ষণে আরসিসি রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ পরিদর্শন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন মেয়র।
এ বিষয়ে মেয়র আরও বলেন, ‘ইতোমধ্যে নগরের চা বাগান সংলগ্ন গোয়াবাড়ি-করেরপাড়া এলাকায় কালিবাড়ি ছড়া সংরক্ষণে আরসিসি রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণের ফলে আবর্জনায় দুর্গন্ধ ছড়ানো সেই ছড়াটি এখন নগরবাসির বিনোদনের অন্যতম স্থানে রূপান্তরিত হয়েছে।’ একই প্রকল্পের আওতায় নগরীর শাহী ঈদগাহ টিবি গেটে সবুজায়ন ও ইতিহাস-ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে গোয়ালীছড়ায় ওয়াকওয়ে ও পার্ক নির্মাণের কাজ চলমান।
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান প্রধান ১১টি ছড়া সংরক্ষণ এবং আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২৫ কিলোমিটার ছড়া সংরক্ষণ ও ৩ কিলোমিটারের বেশি ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।
বিএ-০৫