আ. লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় : সাংসদ সামাদ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৮, ২০২০
০৪:১১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২০
০৪:১১ পূর্বাহ্ন



আ. লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় : সাংসদ সামাদ

সিলেট ৩ আসনের সাংসদ, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল নাগরিকদের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা।  দেশকে এগিয়ে নিতে হলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি এই নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি হিসাবে যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, শিক্ষা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এই নির্বাচনী এলাকায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন সাদিত হয়েছে। বর্তমানে অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন কাজ অব্যাহত থাকে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সোমবার (৭ ডিসেম্বর) সকালে ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার-দাউদপুর, চৌধুরীবাজার সড়ক সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আফছার আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা খিজির খান, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, সহসভাপতি ফয়জুর রহমান, হারুনুর রশিদ হিরন, আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মেম্বার, বদিউজ্জামান কাবুল, যুবলীগ নেতা সাদিকুর রহমান, এমরান আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাওসার আহমদ প্রমুখ।

বিএ-০৭