শাবিতে শনাক্ত ৪, অ্যান্টিজেনে ২ জন

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৮, ২০২০
০৮:১৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২০
০৮:১৫ পূর্বাহ্ন



শাবিতে শনাক্ত ৪, অ্যান্টিজেনে ২ জন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে করোনা পরীক্ষা আজ মঙ্গলবার থেকে আবারও চালু হতে পারে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এদিকে সোমবার সিলেট বিভাগে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। এছাড়া সিলেটে অ্যান্টিজেন পরীক্ষার তৃতীয় দিনে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেট মিররকে বলেন, ‘মেশিনের সবকিছুই ইন্সটল করা হয়ে গেছে এখন ট্রায়াল চলছে। সোমবার রাতে দুই রাউন্ড পরীক্ষা করা হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজ থেকে নিয়মিতভাবে নমুনা পরীক্ষা শুরু হবে।’

আর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘সোমবার হাসপাতালে ১৮ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ জনের পজিটিভ ও ১৬ জনের নেগেটিভ আসে।’

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে গতকাল সোমবার ২০৪টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৮২২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৫৯৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৩৮ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৬০৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৯৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৭৭ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭১৫ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ৪৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৪৮ জন এবং হবিগঞ্জের একটি হাসপাতালে ১ জন।

আরসি-০৪