নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৯, ২০২০
০৬:০২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০৬:০২ পূর্বাহ্ন
চারদিন বন্ধ থাকার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর যন্ত্রে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে পুরোদমে পরীক্ষা শুরু হয়েছে এই ল্যাবে। এর আগে গত শুক্রবার রাতে ওসমানী কলেজের আরটি-পিসিআর ল্যাবে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ফলে সিলেট বিভাগের বিদেশগামীরা পড়েন বিপাকে। পরবর্তীতে বিকল্প ব্যবস্থা হিসেবে শাবিতে পরীক্ষা করা হয় বিদেশগামীদের নমুনা। এদিকে মঙ্গলবার সিলেটে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকা থেকে মেশিন মেরামতে আসেন টেকনিশিয়ানরা। সমস্যা সমাধান করে গত সোমবার রাতে দুই রাউন্ড পরীক্ষা হয় এবং সবকিছু ঠিকঠাক থাকায় গতকাল মঙ্গলবার থেকে পুরোদমে পরীক্ষা শুরু হয়েছে।
এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে বলেন, ‘মেশিনটি সোমবার মেরামত সম্পন্ন হয়েছে এবং মঙ্গলবার থেকে পুরোদমে করোনা পরীক্ষা শুরু হয়েছে।’
সিলেটে শনাক্ত ১৪ জন : সিলেট বিভাগে নতুন করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ১২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২ জন রয়েছেন। সিলেটে অ্যান্টিজেন পরীক্ষার চতুর্থ দিনে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, ‘মঙ্গলবার ৮ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে গতকাল মঙ্গলবার ৬২টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘মঙ্গলবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২ জন রয়েছেন।’
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৬০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৩৮ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৬৫৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯৪২ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪২০ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭১৮ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪৮ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮৫ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন। আর করোনাভাইরাসে আক্রান্ত ৪৯ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএ-০১