প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে সিলেটে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৯, ২০২০
০৬:০৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০৬:০৮ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে সিলেটে গ্রেপ্তার ১

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নগরের মদিনা মার্কেট এলাকা থেকে র‌্যাব-৯ এর একটি দল আব্দুল কাদের (২৯) নামের ওই যুবককে আটক করে। পরে তাদেরকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ। আটক আব্দুল কাদের সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন পারকুল গ্রামের আব্দুন নূরের ছেলে। বর্তমানে তিনি নগরের পাঠানটুলা এলাকায় বসবাস করছিলেন। এসময় তার কাছ থেকে একটি ট্যাব উদ্ধার করা হয়। 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, মামলা দায়েরের পর আসামিকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

বিএ-০২