১৪ রোহিঙ্গাকে কক্সবাজারে পাঠিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৯, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন



১৪ রোহিঙ্গাকে কক্সবাজারে পাঠিয়েছে পুলিশ

সিলেট নগরের কদমতলী থেকে র‌্যাবের হাতে আটক হওয়া ১৪ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা। সোমবার রাত ৮টা ২০ মিনিটে পুলিশ পাহারায় তাদেরকে কক্সবাজারের উদ্দেশ্যে পাঠানো হয়। 

মঙ্গলবার সকালে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুই আসামিসহ ১৪ জন রোহিঙ্গাকে আদালতে সোপর্দ করা হলে আটক দুইজনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন আদালত। উদ্ধারকৃত ১৪ রোহিঙ্গা ভিকটিমের মধ্যে প্রাপ্ত বয়স্ক ৭ জন রোহিঙ্গা আদালতে ১৬৪ ধারায়  জবানবন্দি প্রদান করেন। এ সময় রোহিঙ্গা ভিকটিমদের কক্সবাজারস্থ স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশক্রমে উদ্ধারকৃত রোহিঙ্গা ভিকটিমদের কক্সবাজার জেলাধীন টেকনাফ/উখিয়া স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য গত সোমবার রাত ৮টা ২০ মিনিটে পুলিশ স্কটের মাধ্যমে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেওয়া হয়।

গত রবিবার সকালে দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গা ও পাচারকারী সন্দেহে দুইজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন অ্যাকশন (র‌্যাব)-৯। রোহিঙ্গা নাগরিকদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ নারী ও ৭ শিশু-কিশোর রয়েছেন। এসময় তাদের কাছ থেকে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার বেশ কয়েকটি আইডি কার্ড, সিমসহ ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

বিএ-০৩