সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৯, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন
সিলেটের কিশোর অপরাধীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিশারুল আরিফ বলেন, ‘তির শিলং খেলার এজেন্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং কিশোর গ্যাংয়ের তালিকা সংগ্রহ করা হচ্ছে।’ বাল্যবিয়ে ঠেকাতে নিরাপদ সমাজ ব্যাবস্থা গড়ার আহব্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বিমানবন্দর থানা প্রাঙ্গণে বিমানবন্দর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ (পিপিএম), অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আল মামুন এবং বিভিন্ন বিট এলাকার কমিউনিটি পুলিশিং এর সদস্যগন। এছাড়াও বিমানবন্দর থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।