পালকি ও কাজী এ্যাসপ্যারগাসকে ৪২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৯, ২০২০
০৯:১০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০৯:২৪ অপরাহ্ন



পালকি ও কাজী এ্যাসপ্যারগাসকে ৪২ হাজার টাকা জরিমানা

সিলেটের জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্ট ও কাজী এ্যাসপ্যারগাস ফুড আইল্যান্ডে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। খাদ্যে ভেজাল ও মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে এ জরিমানা করা হয়।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।

মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সাথে র‌্যাবের একটি দল উপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। 

তিনি জানান, মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় তাদেরকে সর্তক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

বি এন-৩