শাবি প্রতিনিধি
ডিসেম্বর ০৯, ২০২০
১১:২৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
১১:২৮ অপরাহ্ন
বাঁচতে চান দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোক ও ফুসফুসজনিত জটিলতায় আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের (পিএসএ বিভাগের ৮ম ব্যাচ ও লোকপ্রশাসন বিভাগের মাস্টার্স ৪র্থ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, সাখাওয়াত হোসেন ২০১৪ সাল থেকে শারীরিক বিভিন্ন জটিলতায় ভোগছেন। দিন দিন অবস্থার অবনতি হলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। এতে দীর্ঘদিন ধরে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে বিপাকে পড়েছে তার পরিবার। সাখাওয়াতের পরিবারে তার মা-বাবা ছাড়াও রয়েছেন স্ত্রী ও দুই শিশুসন্তান।
সাখাওয়াত বর্তমানে চেন্নায়ের একটি হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার, লোকপ্রশাসন বিভাগ ও লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, 'সাখাওয়াত অনেকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার ব্যয়ে তার পরিবারের যা সহায়-সম্বল ছিল তা খরচ হয়ে গেছে। পরিবার নিঃস্ব হওয়ায় বাঁচার জন্য সাখাওয়াত বন্ধু-বান্ধবের শরণাপন্ন হয়েছেন। বিষয়টি আমরা জানতে পেরে লোকপ্রশাসন বিভাগের একজন সদস্য হিসেবে তার চিকিৎসায় ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছি।'
সামিউল ইসলাম আরও বলেন, 'আমরা চাই না টাকার অভাবে আমাদের পরিবারের কোনো সদস্য আমাদের জীবন থেকে ছিন্ন হয়ে যাক। তাই তার পরিবার ও ফুটফুটে বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা চিন্তা করে ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছি।' সাখাওয়াতের চিকিৎসার্থে মানবিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ করার জন্য লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল (বিকাশ নং- ০১৯১১০৮৯৮৯৬) ও সাখাওয়াত হোসেন (বিকাশ নং-০১৭৩৮৮৩১৩২১) বা লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, হিসাব নম্বর- ৫৬৩২৫০১০১০২২০, রাউটিং নম্বর- ২০০৯১৩০৭৬, সোনালী ব্যাংক, শাবিপ্রবি শাখা, সিলেট অথবা মো. সাখাওয়াত হোসেন, হিসাব নম্বর- ০২০০০০৫৯৩৩০৮৯, রাউটিং নম্বর- ০১০২৭৫৬৮৩, অগ্রণী ব্যাংক লিমিটেড, রমনা কর্পোরেট শাখা, ঢাকা এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যাবে।
এইচএন/আরআর-০৫