জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আহত

জকিগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২০
১২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
১২:৫৯ পূর্বাহ্ন



জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আহত

সিলেটের জকিগঞ্জে বসতবাড়ির মাঝখানের রাস্তা দিয়ে যাতায়াতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সালাহউদ্দিন বাবলু নামের স্থানীয় এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা সালাহউদ্দিন চৌধুরী বাবলুর বাড়ির মাঝখানের রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের লোকজন যাতায়াত করে থাকেন। তাতে তিনি বাধা দিয়ে থাকেন। গতকাল পাশের বাড়ির আব্দুল জলিলের পুত্র সাদেক আহমদ ও রাসেল আহমদ সালাহউদ্দিন বাবলুর বাড়ির মাঝখানের ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় বাবলু তাদেরকেও বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সালাহউদ্দিন চৌধুরী বাবলুর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান সাদেক ও রাসেল। হামলায় বাবলু গুরুতর আহত হয়ে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

ওএফ/আরআর-০৮