নগরে সিজার করতে গিয়ে নবজাতকের মাথায় ছুরিকাঘাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১০, ২০২০
০১:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন



নগরে সিজার করতে গিয়ে নবজাতকের মাথায় ছুরিকাঘাতের অভিযোগ

সিলেট নগরের হেলথ কেয়ার নামে একটি ক্লিনিকে সিজারের সময় ছুরির আঘাতে নবজাতকের মাথার কিছু অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নবজাতকের পরিবারের অভিযোগ, চিকিৎসক শুধু মাথায় আঘাতই করেননি, বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সিলেট নগরের মিরাবাজারের বাসিন্দা প্রবাসী ফারুক আহমদের স্ত্রীর শুকরিয়া বেগমের প্রসব ব্যথা উঠলে চিকিৎসকের পরামর্শে নগরের মিরের ময়দানের ফেয়ার হেলথ হাসপাতালে ভর্তি হন। বুধবার দুপুরে শুকরিয়ার অপারেশন করেন গাইনি বিভাগের সার্জন অধ্যাপক ডা. আব্দুস সবুর। অপারেশনের সময় তিনি নবজাতকের মাথার পেছনদিকে ছুরি দিয়ে বেশ গভীরভাবে কেটে ফেলেন। এতে শিশুর বেশ রক্তপাত হয়।

নবজাতকের চাচা মোস্তাক আহমেদ ঘটনাটির বর্ণনা দিয়ে বলেন, বাচ্চার জন্মের পর কান্না করা স্বাভাবিক। কিন্তু কান্না কোনোভাবে থামছিল না। আমরা তখন বাচ্চার মায়ের কাছে দেওয়ার অনুরোধ জানাই। মায়ের কাছে নিয়ে আসলেও মাথা ঢাকা ছিল। কাপড় সরিয়ে দেখি মাথার বেশ কিছু অংশ কাটা। যা দিয়ে অনবরত রক্ত ঝড়ছে। পরে ডা. এম এ মালিক এসে শিশুটিকে চিকিৎসা দেন।

এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ডা. আব্দুস সবুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। হাসপাতালের অভ্যর্থনা বিভাগের রিসিপশনিস্ট মো. আব্বাস জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার কয়েকজন রোগী ছিলেন, কিন্তু অসুস্থতার কারণে তারা সাক্ষাত করতে পারেননি।

আরসি-১১