কানাইঘাটের শিক্ষক নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই

কানাইঘাট প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন



কানাইঘাটের শিক্ষক নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই

সিলেটের কানাইঘাট উপজেলার কানাইঘাট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই। বার্ধক্যজনিত কারণে পৌরসভার বায়মপুর গ্রামস্থ তার নিজ বাড়িতে আজ বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নুরুল আম্বিয়া চৌধুরীর জানাজার নামাজ বায়মপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

এদিকে কানাইঘাট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জকিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আম্বিয়ার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য বাড়িতে ভিড় জমান তার হাতে গড়া অসংখ্য ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।

একজন আদর্শবান শিক্ষক হিসেবে নুরুল আম্বিয়া চৌধুরীর এলাকায় সুখ্যাতি ছিল। দীর্ঘদিন ধরে তিনি নানা ধরণের রোগে ভুগছিলেন। তার বড় ছেলে একুশে টেলিভিশনের যুগ্ম-বার্তা সম্পাদক বদরুল আমিন চৌধুরী বুলবুল পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

এমআর/আরআর-১৩