শ্রমিককে ছুরিকাঘাত, আম্বরখানায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১০, ২০২০
০৩:৩২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০৩:৩২ পূর্বাহ্ন



শ্রমিককে ছুরিকাঘাত, আম্বরখানায় সড়ক অবরোধ

এক শ্রমিককে ছুরিকাঘাতের অভিযোগে দেড় ঘন্টা নগরের আম্বরখানায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আম্বরখানায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে ব্যস্ততম এ সড়কে তীব্র যানজট দেখা দেয়।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে আম্বরখানার গোল্ডেন টাওয়ারের এক ব্যক্তি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (চৌহাট্টা-৩) শাখার রাজু নামের এক শ্রমিকের উপর হামলা করে তাকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় আম্বরখানা পয়েন্টে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। অবরোধকালে শ্রমিকরা হামলাকারীর বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় টিলাগড়, বিমানবন্দর ও সুনামগঞ্জ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘন্টা সময় সড়ক অবরোধ রাখার পর বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। তিনি  বলেন, ‘এক শ্রমিককে ছুরিকাঘাতের প্রতিবাদে শ্রমিকরা আম্বরখানায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরবর্তীতে পুলিশ এসে তা তুলে দেয়। বিষয়টি সমাধানের লক্ষ্যে বৈঠক চলছে। তবে এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এনএইচ/বিএ-১১