কবি আব্দুল বাসিত মোহাম্মদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১০, ২০২০
০৪:৩০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০৭:১৪ অপরাহ্ন



কবি আব্দুল বাসিত মোহাম্মদের ইন্তেকাল

কবি, ছড়াশিল্পী ও শিক্ষক আব্দুর বাসিত মোহাম্মদ মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই ও সিলসিলা ইভেন্টের সত্ত্বাধিকারী মো. ইয়াহিয়া আহমদ।

তিনি জানান, আজ বাদ আসর নগরের চৌকিদেখি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নয়া সড়কস্থ হযরত মানিকপীর (র.) মাজারে তাকে দাফন করা হবে। 

 

এএফ/০১