সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২০
০৫:৫২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০৫:৫২ অপরাহ্ন
হবিগঞ্জের ধুলিয়াখালে বিসিক শিল্পনগরের ৬ খাদ্য উৎপাদক প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতসহ বিভিন্ন অভিযোগে তাদেরকে এ জরিমানা করা হয়।
বুধবার বিকেলে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ দণ্ড দেন। এ সময় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আহমেদ নোমান জাকির নেতৃত্বে একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
র্যাব জানায়, বুধবার বিকেলে হবিগঞ্জের ধুলিয়াখালের বিসিক শিল্পনগরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতসহ বিভিন্ন অভিযোগে কাশফুল সুইটসকে দেড় লাখ, আসাদ ফুডসকে দুই লাখ ও প্রাইম ফুডকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, '৬ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন কারণে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে পুনরায় যেন তারা এ ধরনের অপরাধ না করেন।’
বিএ-০৩