গোলাপগঞ্জে 'বীর সৌধ' এর উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
১২:০২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে 'বীর সৌধ' এর উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটের গোলাপগঞ্জে নির্মিত স্মৃতিসৌধ ‘বীর সৌধ’ এর উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাঙ্গণে স্থাপিত এই স্মৃতিসৌধের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাছান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার নায়েক আব্দুল মুহিত, বীর মুক্তিযোদ্ধা মুহিব খান, খয়রুল হক, আব্দুর রহমান, শাহেদ আলী, সুনা মিয়া, আব্দুর শহীদ মতি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, পৌর কাউন্সিলর ফজলুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, মাহফুজ আহমদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের নেতা নাদিম মাহমুদ সিপলু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মেহেদী হাছান প্রমুখ।

উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার অর্থায়নে ১৩ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।

 

এফএম/বিএন-০২/আরআর-০২