সিলেট জেলা বারের ডিজিটাল ওকালতনামা ও বেইলবন্ড কাউন্টারের উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১১, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন



সিলেট জেলা বারের ডিজিটাল ওকালতনামা ও বেইলবন্ড কাউন্টারের উদ্বোধন

সিলেট জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ওকালতনামা, ডিজিটাল বেইলবন্ড ও হেল্পডেক্স কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ  মো. বজলুর রহমান বলেন, ‘আজ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতি বর্তমান ডিজিটালাইজেশন বিশ্বের সাথে সেতুবন্ধন তৈরী করল।’ বাংলাদেশের সম্ভবত বিভাগীয় শহরের বারের মধ্যে এটিই প্রথম ডিজিটালাইজেশন মন্তব্য করে তিনি বলেন, ‘আমি উক্ত ডিজিটালাইজেশন এবং সিলেট জেলা আইনজীবী সমিতির উত্তরোত্তর সফলতা ও অগ্রসরতা কামনা করছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম।

সমিতির যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট মো. হুমায়ুন রশীদ (সোয়েব) ও যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট মাসুদুর রহমান খানের (মুন্না) যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আহমদ, সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ এফ এম  রুহুল আনাম চৌধুরী (মিন্টু), সাবেক পি.পি. এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, জি.পি. অ্যডভোকেট মো. রাজ উদ্দিন, সমিতির সাবেক সভাপতি অ্যডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট,দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, সাবেক পি.পি. অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট আব্দুল গফফার, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট এ. কে. এম. শমিউল আলম। 

অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী কমিটির সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন, অ্যাডভোকেট সহ-সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাডভোকেট রেদওয়ানুল ইসলামসহ পাঁচ শতাধিক আইনজীবী অংশ নেন। 

 

এএফ/০৪