নগরে ৩৮টি ভুয়া সিল উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১১, ২০২০
০৬:০৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
০৬:০৭ পূর্বাহ্ন



নগরে ৩৮টি ভুয়া সিল উদ্ধার, গ্রেপ্তার ৩

নগরের সুরমা মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে তৈরি ভুয়া ৩৮টি সিল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার বেলা পৌনে ৩টার দিকে কোতোয়ালি থানার একটি দল এ অভিযান চালায়।

বৃহস্পতিবার গণমাধ্যমকে সিলেট মহানগর পুলিশ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা মার্কেটের আলমের দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার গোলাপগঞ্জ উপজেলার মদনগৌরি পূর্ব গ্রামের জমির আলীর পুত্র মুজিবুর রহমান (৩৫), মোগলাবাজার থানার তোরোকখলা গ্রামের দুদু মিয়ার ইসলাম উদ্দিন (৩৫) ও সিলাম তেলিপাড়া গ্রামের লালামিয়ার পুত্র রাসেল মিয়া (৩২)।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় তাদের কাছে থাকা বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিউটি অফিসার, পাসপোর্ট অফিস, ডিসি অফিস, অ্যাডভোকেট, ব্যাংকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তব্যরত কর্মকর্তাদের নামাঙ্কিত ৩৮টি সিল উদ্ধার করা হয়। এসব সিল ব্যবহার করে সাধারণ লোকজনের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। 

তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিএ-০৩