নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন
মানবিক প্রয়োজনে এগিয়ে আসার প্রত্যয়ে সিলেটে ব্লাড ব্যাংক করতে যাচ্ছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার এসএমপির পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ নির্দেশ দিয়েছেন কমিশনার মো. নিশারুল আরিফ।
জানা গেছে, এসএমপির মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস শাখার নায়েক সফি আহমেদ এর প্রস্তাবের আলোকে মানবিক কাজের জন্য এসএমপির ব্লাড ব্যাংক করার জন্য নির্দেশ দেন কমিশনার। রক্তদানে পুলিশ সদস্যদের উৎসাহিত করতে স্বেচ্ছায় রক্তদাতা পুলিশ সদস্যদের জন্য একদিনের বিশ্রাম দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এর আগে করোনাকালীন দুঃসময়ে অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে প্রশংসা কুঁড়ান পুলিশ সদস্য সফি। গতকাল মাসিক কল্যাণ ও অপরাধ সভা শেষে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতেও নায়েক সফির প্রস্তাবে ব্লাড ব্যাংক গঠনের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।
সকাল ১১টায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কমিশনার নিশারুল আরিফ। তিনি সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার বলেন, ‘ভালো কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয়, তেমনি কোনো পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।’
দুপুর সাড়ে ১২টায় উপশহরস্থ এসএমপি’র সদরদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ সভা। পুলিশ কমিশনারের সভাপতিত্বে সভায় এসএমপি’র উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবহার আলী শেখ পিপিএম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপপুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাবেদুর রহমান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ, র্যাব-৯ এর প্রতিনিধি, পিবিআই সিলেটের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুারিস্ট পুলিশের প্রতিনিধি, রেলওয়ে থানা পুলিশের প্রতিনিধিসহ সকল অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
বিএ-০৬